গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে বাড়ীর প্রাচীর ভাংচুর মারপিট আহত Ñ১ জন ।
জানা গেছে ,গত শনিবার সকাল ১০ টায় উপজেলার রাজাহার গ্রামের মৃত্যু ইউনুছ আলী মন্ডলের পুত্র লুৎফর রহমানের সাথে একই গ্রামের মৃত্যু দুদু মিয়ার পুত্র সিরাজুল ইসলাম গংরা পূর্ব পরিকল্পিত ভাবে সকালে অর্তকিত ভাবে লুৎফর রহমানের বাড়ীর প্রাচীর ভেঙ্গে ফেলে তারা প্রাচীর ণির্মান করার সময় লুৎফর বাধা দিলে তারা তাকে লোহার সাবল ,লাঠি দিয়ে বেধরক মারপিট করেছে । পরে আশে পার্শ্বে লোকজন গিয়ে আহত লুৎফর (৫৫)কে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেছে ।
এরির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আহতর পরিবার ।