গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ “উন্নয়নে পাসওয়ার্ড আমাদের হাতেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা টাউন হলে তিনদিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ ২০১৭-এর শুভ- উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ-উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাফিউল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ইকবাল হাসান, সহকারী প্রোগ্রাম রাজিবুল হাসানসহ উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।