
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ খাদ্য গুদামে ৪২ মেট্রিকটন চাল ঘাটতির অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোঃ আব্দুল্যাহর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান আকস্মিক উপজেলা সদরে অবস্থিত গোলাপবাগ সরকারি খাদ্য গুদামে যান। এসময় তিনি গুদামের মজুদের খোঁজখবর নিতে গেলে ৪২ মেট্রিক টন চাল ঘাটতির বিষয়টি ধরা পড়ে। পরে খাদ্য গুদামটি সিলগালা করা হয। উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়া হয়।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আহাদ আলী বাদী হয়ে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আব্দুল্যাহকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান পিপিএম বলেন, চাল ঘাটতির অভিযোগে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আবদুল্যাহ’র বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত ও আবদুল্যাহকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।