গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউনাইটেড এন্টারপ্রাইজের একটি ডে-কোচ রাস্তার নিয়ে খাদে উল্টে পড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছে।
জানা যায়, বগুড়া-রংপুর মহাসড়কের উপজেলার বোয়ালিয়ায় শনিবার দুপুর আড়াইটার দিকের এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, দিনাজপুরগামী ইউনাইটেড এন্টারপ্রাইজের একটি ডে-কোচ (ঢাকা মেট্রো-১৪-৯২১৫) উক্ত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাস ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে কোচটি রাস্তার নিচে খাদে উল্টে যায়। এ ঘটনায় বাসে থাকা নারী ও শিশুসহ অন্ততঃ কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। স্বাস্থ্য কর্মকর্তা মজিদুল ইসলাম জানান, এদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। বাকি আহত যাত্রীদের এখানে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, দূর্ঘটনার খবর শুনে গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল গোবিন্দগঞ্জ হাসপাতালে আহত যাত্রীদের চিকিৎসার খোঁজ খবর নিতে ছুটে আসেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হান্নান, থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান পিপিএম উপস্থিত ছিলেন।