
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ ইক্ষু খামারের বাপ-দাদার ১৮৪২.৩৩ একর পৈত্রিক সম্পত্তি উদ্ধার দাবীতে আদিবাসী বাঙ্গালী ও ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির যৌথ আয়োজনে ৭ মে রোববার এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাঁওতাল জনগোষ্ঠী আদিবাসী বাঙ্গালীরা বাপ-দাদার জমি ফেরত ও সম্প্রতি ঘটে যাওয়া ইক্ষু খামারে অবৈধ বসবাসকারী সাঁওতালদের উচ্ছেদ, অগ্নি-সংযোগ, শ্যামল হুমবম, মঙ্গল মার্ডি, রমেশ টুডুকে হত্যার বিচারের দাবীতে উপজেলার সাপমাড়া ইউনিয়নের কাটা মোড় নামক স্থান থেকে চারা বটগাছ পর্যন্ত রাস্তায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেন।
এসময় সাবেহগঞ্জ ইক্ষু খামারের জমি উদ্ধারে সাঁওতাল জনগোষ্ঠী আদিবাসী বাঙ্গালীরা লাল পতাকা, তীরধনুক, লাঠি সোটা, ঢোল হাতে নিয়ে বিক্ষোভ সমাবেশ শেষে মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, যে কোন মূল্যে বাপ-দাদার জমি ফেরৎ দিতে হবে। বক্তারা আরো বলেন, আমাদের ভাইদের যারা হত্যা করেছে, আমাদের বাড়ী-ঘরে যারা অগ্নিসংযোগ, লুটপাট করেছে তাদের বিচার ও শাস্তি দাবীসহ যতদিন জমি ফেরৎ না পাই ততদিন পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।