গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কোচাশহর ইউনিয়নের সিনহা গার্মেন্টসে সোমবার দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের হোসিয়ারী শিল্প এলাকার সিনহা গার্মেন্টসের দুইতলা ভবনের নিচতলায় সুতার গোডাউনে আগুন লাগে। এসময় মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে লক্ষাধিক টাকার সুতা পুড়ে যায়। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের এপিএম গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, সোনাতলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।