
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ এলাকাবাসীর প্রাণের দাবী মহিমাগঞ্জ পৌরসভা ঘোষনার দাবীতে বুধবার দুপুরে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মহিমাগঞ্জ রেল ষ্টেশন প্লাটফর্মে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মহিমাগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়ননের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আকন্দ, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন মিলন, ছাত্রনেতা মাশফিকুর রহমান রিয়াদ মুন্সি, মহিমাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আশরাফুল বারী ফরহাদ মুন্সি, সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব সরকার বাপ্পী, ছাত্রলীগ নেতা রাসেল শাহচঞ্চল,তাজুল ইসলাম টুকু,ছাত্রনেতা আশিক,ছাত্র নেতা রিগান প্রমুখ।বক্তরা বলেন,দীর্ঘ দিনের প্রানের দাবী আধুনিক মহিমাগঞ্জ পৌরসভা ঘোষনার।তাই অবিলম্বে মহিমাগঞ্জ পৌরসভা ঘোষনার জন্য দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দাবী জানান।
মানববন্ধন শেষে “মহিমাগঞ্জ পৌরসভা চাই আন্দলোন” নামে একটি কমিটি গঠন করে স্থানীয় শহীদ মিনার চত্তরে বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী, সুধীজন, মুক্তিযোদ্ধাদের নিয়ে এই কমিটি দাবী আদায়ে আন্দলোন জোরদার করার শপথ নেন।