
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের দুই শিশু সাঘাটায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিহত হয়েছে । দুই শিশুর করুন মৃত্যুর সংবাদ এলাকায় ছরিয়ে পরার সাথে সাথে মর্হুতেই শোকের ছায়া নেমে আসে ।
জানা গেছে গোবিন্দগঞ্জ ইপজেলার কাটাবাড়ী ইউপির একাধিকবার র্নিবাচিত মেম্বার শাহ আলমের শ্যালকের বিয়ে অনুষ্ঠান সাঘাটা উপজেলার পাকুর তলায় শশুর বাড়ী যায়। গত বুধবার বেলা দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় বিয়ে বাড়ীর পার্শ্বে করতোয়া নদীতে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে গিয়ে পুতুল (১২) নামের শিশুটি ডুবে যায়। তাকে উদ্ধার করতে সাজ্জাস আলম (১২) ও ডুবে যায় । এসময় শাহানাজ বেগম (১৬)তাদেরকে উদ্ধারে গিয়ে সেও ডুবে গিয়ে হাবুডুবুর এক পর্যায় লোকজন টের পেয়ে অসুস্থ্য অবস্থায় তাকে উদ্ধার করা সম্ভাব হলেও পরে শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভাব হয়নি । পানিতে ডুবে শিশুরা হলেন বেতারা গ্রামের মেম্বার শাহ আলমের এক মাত্র ছেলে সাজ্জাদ ,বাগদাবাজার এলাকার নজরুল ইসলামের ছেলে পুতুল (শাহ আলমের ভাঙ্গিনা ) । উদ্ধার করতে গিয়ে অসুস্থ্য শাহানাজ বেগম নিহত সাজ্জাদের বড় বোন। একই পরিবারের দুই শিশুর করুন মৃত্যুতে পুরো এলাকায় এক শোকের ছায়া নেমে এসেছে।