গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের মথুরাপুর বড় নারায়ন পুর গ্রামে গতকালের কাল বৈশাখী ঝড়ে আমজাদ হোসেনের বসতবাড়ী ক্ষতিগ্রস্থ হলে আজ বিকালে খবর পেয়ে তালুকাকনুপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বালুয়া বনিক সমিতির সাধার সম্পাদক আতিকুর রহমান তার পরিষদের মেম্বরদের নিয়ে ওই বাড়ীতে যান ও ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ অর্থ প্রদান করে অন্যান্য সহায়তার আশ্বাস দেন।এসময় ইউপি সদস্য জাফিরুল ইসলাম,মিজানুর রহমান মিন্নু, আমিরুল ইসলাম, রেজাউল করিম,প্রধান শিক্ষক বাবুল আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।