
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কোচাশহর ইউপি’র সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন, স্বারাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ কোষধ্যক্ষ পিএস আতিকুর রহমান আতিক, জেলা পরিষদ সদস্য রুনা আরজু মান ইডেন, কোচাশহর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, ইউপি আওয়ামীলীগ সভাপতি মিজানুর রহমান ও সাধারণ গোলাম রব্বানী প্রমুখ। শেষে এমপি বিজয়ী দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।