গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাটাখালী ব্রীজ সংলগ্ন বালুয়া বাজারে একটি তুলার মিলে আগুন লেগে মিলের সমুদয় তুলা ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়।
সোমবার দুপুরে১২টার দিকে উপজেলার কাটাখালি ব্রিজ সংলগ্ন বালুয়া বাজারে মনিলাল চৌধুরীর মালিকানাধীন তুলার মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এসময় ঘন্টাব্যাপী ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাস্তার দু’পাশে অনেক যানবাহন আটকে পড়ায় যাত্রীদের ভোগান্তির সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তুলার মিলে আগুনে পুড়ে মিলের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি মিল কর্তৃপক্ষ।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের (এপিএম) গোলাম মোস্তফা জানান, মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা সম্ভব।