জেলার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মালেঙ্গা নামের এলাকায় বাসচাপায় মুক্তিযোদ্ধা কমান্ডারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মুর্তজা মোল্লা (৬৭) ও অটোরিকশাচালক আসুদ মীনা (২৩)। তাদের দুজনের বাড়িই নিজড়া গ্রামে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাস সাড়ে ৭টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে অটোরিকশার ৩ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুর্তজা মোল্লা ও আসুদ মীনাকে মৃত ঘোষণা করেন।
ওসি ওমর ফারুক জানান, নিহত দুই জনের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।সূত্র- আরটিএনএন