গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দিতে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়। এতে অগ্নিকান্ড, ভূমিকম্প, সড়ক দুর্ঘটনা ও বন্যাকালিন দুর্যোগ মোকাবেলায় মহড়া প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং গাইবান্ধা রেড ক্রিসেন্ট সোসাইটির কারিগরি সহায়তায় এই মহড়া অনুষ্ঠিত হয়।
এলনা প্রকল্পের আওতায় এসকেএস ফাউন্ডেশন, অক্সফামের সহযোগিতায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ছিন্নমুল মহিলা সমিতি এই মহড়ার আয়োজন করে। মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা হক্কানীর সভাপতিত্বে এই উপলক্ষে আলোচনা পর্বে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আমিনুল ইসলাম, এলনা প্রকল্পের নিহার কুমার প্রামানিক, অক্সফাম প্রতিনিধি সোনিয়া সারওয়ার প্রমুখ।
দুর্যোগ প্রস্তুতি এই মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটি, খোলাহাটি উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের ১শ’ জন স্বেচ্ছাসেবক অংশ গ্রহণ করে। পার্শ্ববর্তী গ্রামের বিপুল সংখ্যক মানুষ এই মহড়াটি উপভোগ করেন।