খবরবাড়ি ডেস্কঃ ঢাকায় জাতীয় গণন্থগারের শওকত ওসমান মিলায়তনে বিবার্তা স্বর্ণপদক ২০১৭ প্রদানে র্জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানে গাইবান্ধা সদর আসনের এমপি মাহবুব আরা বেগম গিনি কে দেশের অদম্য নারী হিসাবে গুণিজন সম্মাননা জানানো হয়। মঙ্গলবার বিকালে অনুষ্ঠানে বক্তব্যে মাহবুব আরা গিনি এমপি ‘গুণের কদর না হলে গুণীজন সৃষ্টি হয় না’ দেশের জাতীয় সংসদের একমাত্র নারী হুইপ মাহবুব আরা গিনি এমপি বলেছেন, গুণের কদর না হলে গুণীজন সৃষ্টি হয় না। আর সম্মাননা পেলে সেই গুণী মানুষটির কর্তব্যও বেড়ে যায়। নিজেকে আরো নিবেদিতপ্রাণ হিসেবে গড়ার দায়বোধ আসে।
তিনি আরো বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর বিকাশে আমাদের প্রত্যেকেরই যার যার অবস্থান থেকে কাজ করার সুযোগ রয়েছে। বিশেষ নারী সামজিক উন্নয়নে বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছে। কিন্তু তা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে সবাইকে। তিনি বিবার্তার এ মহতী উদ্যোগের জন্য অভিনন্দন জানান।
মঙ্গলবার বিবার্তা গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন বিকেলে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠান হয়।
অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪.নেট-এর পক্ষ থেকে এবারো ১০টি ক্যাটাগরিতে ১১ গুণীজনকে সম্মাননা জানানো হলো।
বিবার্তা সম্পাদক বাণী ইয়াসমিন হাসির সভাপতিত্বে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বিবার্তার গুণিজন সম্মাননা অনুষ্ঠান ২০১৭ গুণিজন সম্মাননা যারা পেয়েছেন তোয়াব খান (সাংবাদিকতা), সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসান (শিল্প সংস্কৃতি), ডা. দীপুমনি (রাজনীতি), মাহবুব আরা গিনি (অদম্য নারী), জুনাইদ আহমেদ পলক (আইসিটি), এম এ গনি (প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক), মো. ইফতিখার-উজ-জামান (অর্থনীতি), মো. আব্দুর রাজ্জাক (সফল উদ্যোক্তা), মাবিয়া আক্তার সীমান্ত (ক্রীড়া) এবং সানিয়া বিনতে মাহতাব (গবেষণা)।