গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা দর্জি মালিক সমিতির মিথ্যা তথ্য সম্বলিত চিঠি ও দর্জি শ্রমিক কারিগরদের মজুরী বৃদ্ধির দাবিতে কর্মবিরতির আল্টিমেটাম ঘোষণা করা হয়। জেলা দর্জি কারিগর শ্রমিক ইউনিয়ন শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে জেলার বিপুল সংখ্যক দর্জি শ্রমিক অংশ গ্রহণ করে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুছ চৌধুরী তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন দর্জি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে রমজানের ঈদের পূর্বেই মালিক ও শ্রমিক যৌথভাবে বসে নতুন করে শ্রমিকদের পোষাক তৈরীর মজুরীর আবেদন জানানো হয়। কিন্তু দর্জি মালিক সমিতি পত্রের পরিপ্রেক্ষিতে ভুল, মিথ্যা ও বানোয়াট সম্বলিত পত্র দিয়ে দর্জি শ্রমিক ইউনিয়নের ভাবমুর্তি ক্ষুন্ন করে ও তাদের দাবিকে অগ্রাহ্য করার পায়তারা চালানো হয়। সুতরাং সংবাদ সম্মেলনে অবিলম্বে উক্ত পত্র প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে আগামী ৪৮ ঘন্টার মধ্যে মালিক সমিতি কর্তৃক দর্জি কারিগর শ্রমিক ইউনিয়নকে ডেকে যৌথসভার মাধ্যমে পোষাক তৈরীর নতুন রেট নির্ধারণ করার দাবি জানানো হয়। অন্যথায় গাইবান্ধা জেলা দর্জি শ্রমিকরা লাগাতার কর্মবিরতি পালন করবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোস্তাক আহমেদ রঞ্জু, সাধারণ সম্পাদক আব্দুল মোন্নাফ মিয়া, সহ-সভাপতি এলি মিয়া, রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. ফারুক গনি, সাংগঠনিক সম্পাদক সাহারুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. সুমন মিয়া, দপ্তর সম্পাদক মো. সোলায়মান হোসেন, সদস্য সিজু মিয়া, সুরঞ্জন, মো. ভুটটু মিয়া, জুয়েল মিয়া, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, নাজমুল হুদা, তাজুল ইসলাম, নুরুজ্জামান মিয়া, কবির হোসেন, মিজানুর রহমান, রেজাউল হক প্রমুখ।