গাইবান্ধা প্রতিনিধিঃ জেলা পরিষদের পৃষ্টপোষকতায় এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার গাইবান্ধা জেলা পরিষদ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে শুরু হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। লীগের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।
ক্রিকেট উপ-পরিষদের সভাপতি রাগিব হাসান চৌধুরী হাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, ক্রিকেট উপ-পরিষদের সম্পাদক মো. ওয়াহিদ মুরাদ লিমন প্রমুখ। এই লীগে জেলার মোট ১২টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় অংশ নেয় খালেদ স্মৃতি সংসদ ও মধ্যপাড়া ক্রীড়া চক্র।