গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা শহরের মধ্যপাড়ার শাহীন মডেল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। এবারই প্রথম বিদ্যালয়টি থেকে ৫০ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৫০ জনই উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ১০ জন জিপিএ-৫, ৩৪ জন জিপিএ-৪ এবং জিপিএ- ৬ জন ৩.৫ পেয়েছে।
এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম জানান, ২০১২ সালে বিদ্যালয়টি চালু করা হয়। বিদ্যালয়টি চালু করার পর থেকেই ছাত্রছাত্রীদের ভালভাবে পড়ালেখা করানো হচ্ছে। ছাত্রছাত্রীদের ভাল লেখাপড়া করতে অভিভাবকসহ সবার সহযোগিতা পেলে আগামীতে আরও ভাল ফলাফল করা সম্ভব হবে।