গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঐতিহাসিক ঠাকুরবাড়ি মেলায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমান আদালত গতকাল সোমবার ৬ জুয়ারির ১৫ দিনের করে সাজা এবং ২ জনের ২ হাজার টাকা করে জরিমানা করেছেন। যাদের সাজা হয়েছে তারা হলো ফিরোজ মিয়া (২৫), শফিকুল ইসলাম (২০), ফুলমিয়া (৩৫), আব্দুল কুদ্দুস (৪০), শফিউল ইসলাম (৪০) এবং সাদা মিয়া (৪১)। অপরদিকে মিজু মিয়া (২০) ও রাজু মিয়া (৩৩) কে জরিমানা করা হয়েছে। মেলায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করে। ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান জুয়ারীদের ওই সাজা দেন।