গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পিকআপ চাপায় হাওয়া আকতার (৯) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা পিকআপটি আগুন দিয়ে পুড়ে দিয়ে চালক সুজা মিয়াকে (৩০) আটক করেছে।
বুধবার দুপুরে উপজেলার নলডাঙ্গা কাচারী বাজার এলাকার তিন রাস্তার মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত হাওয়া আকতার জেলার পার্শ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া গ্রামের হাসেম আলীর মেয়ে ও নলডাঙ্গা নুরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী।
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন জানান, দুপুরে মাদ্রাসা ছুটির পর হাওয়া আকতার বাড়ি যাওয়ার পথে একটি মুদি দোকানে যায়। এসময় একটি পিকআপ ওই এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই দোকানে তুলে দেয়। এতে চাপা পরে হাওয়া আকতার ঘটনাস্থলেই মারা যায়। উত্তেজিত জনতা পিকআপটি আগুন দিয়ে পুড়ে দিয়ে চালক সুজা মিয়াকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে এলাকাবাসাীকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু এলাকাবাসী এসময় পুলিশের উপর চড়াও হয়। একপর্যায়ে জনতার উপর পুলিশ লাঠি চার্জ করে। এতে উপস্থিত জনতা পুলিশের উপর মারমূখী হয়ে উঠে। অবস্থা বেগতিক দেখে এস আই রনি কুমার দাস আত্মরক্ষার্থে কাচারী বাজার রায়হান অটো পার্টসের দোকানে দৌড়ে গিয়ে আশ্রয় নেন। সেখানে জনগন তাকে অবরুদ্ধ করে রাখে। পরে বিকালে সাদুল্লাপুর থেকে ওসি ফরহাদ ইমরুল কায়েসের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পি-কাপ চালক বর্তমানে সাদুল্লাপুর থানায় আটক আছে।