গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার পাবলিক লাইব্রেরী হলরুমে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব কাজী মোখলেছুর রহমান।
সংগঠনের সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। বিশেষ অতিথি পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মো. শফিকুল ইসলাম প্রমুখ।