
প্রেস বিজ্ঞপ্তিঃ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গতকাল শনিবার শ্রমিক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শ্রমিক দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা।
জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আমিরুল ইসলাম ফকুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সুফিয়ান সুজা, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, কাজীউল ইসলাম, আব্দুল মোন্নাফ আলমগীর, কামরুল হাসান সেলিম, নুরুল আজাদ মন্ডল, মকসুদার রহমান চৌধুরী, জিয়াউল হক জুয়েল, শহিদুল ইসলাম রাজা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ হাবীব সোহেল, জেলা যুবদলের আহবায়ক খন্দকার মাহমুদুন্নবী রিটু, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক ভুটটু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, জেলা কৃষক দলের সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা তাতী দলের আহবায়ক রাশেদুজ্জামান লিটন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝর্না মান্নান, জেলা জাসাস সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিপন, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জিম, সাবেক ছাত্রনেতা খন্দকার মাহমুদুন্নবী তিমু, সদর থানা শ্রমিক দলের সভাপতি হুনান হক্কানী, পৌর শ্রমিকদলের সভাপতি কুদ্দুস হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সোনালী ব্যাংক সিবিএ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নিলীদ্রী সরকার, শ্রমিক নেতা জাহিদ হাসান বিপ¬ব, আব্দুল জলিল, জাহিদুল ইসলাম, শাহজাদা মিয়া, আব্দুর রহমান, আনজু মিয়া, শেখ মাসুদ, শাহজালাল সরকার, শেখ জালাল উদ্দিন প্রমুখ।