
গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী গাইবান্ধা জেলা বিএনপি’র উদ্যোগে মঙ্গলবার বিভিন্ন কূর্মসুচীর মধ্য দিয়ে যথাযথ ভাবে পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন, শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, জেলা জাতীয়তাবাদী ডক্টরস এসোসিয়েশন (ড্যাব) এর আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিকেল ৩টায় বিশাল শোক র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি বিএনপি’র নেতৃবৃন্দের নেতৃত্বে জেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আসাদুজ্জামান স্কুলে গিয়ে শেষ হয়। র্যালী শেষে আসাদুজ্জামান স্কুলের হলরুমে এক আলোচনা সভা সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বিএনপি’র নেতা ও গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহম্মেদ, বিএনপি নেতা মওদুদ আহম্মেদ, পাপুল আহম্মেদ, খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, মাহামুদ হাসান মাহামুদ, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মোর্শেদ হাবীব সোহেল, যুবনেতা খন্দকার মাহমুদুন্নবী রিটু ও ছাত্রনেতা খন্দকার জাকারিয়া জিম প্রমুখ। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।