গাইবান্ধা প্রতিনিধিঃ আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে রোববার কালেক্টরেট সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ রোকসানা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আলিয়া ফেরদৌস জাহান, জেলা মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনাজ বেগম প্রমুখ। আলোচনা শেষে হুইপ মাহাবুব আরা বেগম গিনি মা’দের মঙ্গল কামনায় কেক কাটেন।