
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে সরকারী শ্রম কল্যাণ কেন্দ্রের সহযোগিতায় মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলায়তনে আলোাচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মশরুকুর রহমান খালেদ বিপিএম ও ও পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। সভায় আরো অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক সরকার মোঃ শহিদুজ্জামান ছাড়াও জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
অপরদিকে, মহান মে দিবস উপলক্ষে জেলা শহরে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করেন।