গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর বাড়–ইপাড়া (ভেলুপাড়া) গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনজু মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২টায় এ ঘটনা ঘটে। মনজু মিয়া ওই গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, জমিতে পানি দেয়ার জন্য মঙ্গলবার দুপুরে মনজু মিয়া সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দিতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।