গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার চক মামরোজপুর গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে রুই, কাতলা, পুটিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ মন পোনা মাছ মেরে ফেলেছে দবৃর্ত্তরা।
মঙ্গলবার গভীর রাতে মাছ নিধনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় গাইবান্ধায় সদর থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন মৎস চাষী মির্জা মাসুদ।
তিনি আরো জানান, কে বা কাহারা তার পুকুরে বিষ প্রয়োগ করে। এতে করে ওই পুকুরের রুই, কাতলা, পুটির পোনাসহ বিভিন্ন প্রজাতির প্রায় কয়েক লক্ষ টাকার মাছ মরে ভেসে উঠে।