
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের হাসেমবাজার এলাকায় পুকুরের পানিতে ডুবে শিহাব মিয়া (৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শিহাব সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। সে স্থানীয় দারিয়াপুর জয়নাল আবেদীন প্রিপারেটরী স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।
শিহাবের পরিবার জানায়, সকালে হাসেমবাজার এলাকায় নানার বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে যায় শিহাব। দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে হঠাৎ পানিতে ডুবে নিখোঁজ হয় শিহাব। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। খোলাহাটি ইউপি চেয়ারম্যান শেখ সামাদ আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।