গাইবান্ধা প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প খোলা হয়। উক্ত চিকিৎসা ক্যাম্পে প্রায় ৮ শতাধিক রোগীকে চিকিৎসাপত্রসহ ঔষুধ বিনামূল্যে প্রদান করা হয়। জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল। চিকিৎসা ক্যাম্পে অন্যান্যদের মধ্যে চিকিৎসা প্রদান করেন হারুন আই হাসপাতাল ধানমন্ডি ঢাকার বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, ডাঃ ইকবাল হোসেন, ডাঃ শামসুজ্জোহা, ডাঃ মুনতাসির রহমান তৈমুর। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।