
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় ট্রেনে চাকায় কাটা পড়ে এক অজ্ঞাত (৫০) এক মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে একটি ট্রেন লালমনিরহাট থেকে সান্তাহারগামী গাইবান্ধা ষ্টেশন থেকে ত্রিমোহনী ষ্টেশনে যাওয়ার পথে নশরৎপুর নামক ফাঁকা জায়গায় এক মহিলার দু’পা কাটা অবস্থায় লাইনের পাশে আহত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। দু’পা কাটা অবস্থায় নারীটি প্রায় ৫০ মিনিট পর মারা যায়।