গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠানরত বুধবারের দুটি খেলার প্রথমটিতে আবাহনী ক্রীড়া চক্র ৭ রানে লেলিন স্মৃতি সংসদকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় রুজ স্মৃতি সংসদ ৩৮ রানে সাঘাটা ক্রীড়া চক্রকে পরাজিত করেছে। আজ বৃহস্পতিবারের খেলায় অংশ নেবে ইয়ং পেগাসাস ক্লাব ও খালেদ স্মৃতি সংসদ এবং আজাদ স্পোটিং ক্লাব ও ইলেভেন স্টার ক্লাব।