গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার শহরের হাসপাতাল রোডের যমুনা ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। কোনো গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই অদক্ষ নার্সরা ডেলিভারি করায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। ঘটনার পর ঘটনাস্থলে ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও সম্পাদক উপস্থিত হলেও এ বিষয়ে কথা বলতে রাজি হননি। এছাডা ক্লিনিকের সংশ্লিষ্ট কারও মন্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, ২৭ মে শনিবার রাত ১০টার দিকে যমুনা ক্লিনিকে শান্তনা বেগম (২০) নামের এক তরুণী একটি নবজাতকের জন্ম দেন। শান্তনা বেগমের স্বামী কামরুল ইসলামের অভিযোগ, তার স্ত্রীর প্রসব ব্যথা উঠলে শনিবার রাত পৌনে ৮টার দিকে যমুনা ক্লিনিকে ভর্তি করা হয়। পরে ক্লিনিকের নার্স শাপলা ও রানু নরমাল ডেলিভারির কথা বলে কোনো বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই শান্তনার ডেলিভারি করেন। এর কিছুক্ষণ পর জন্ম নেওয়া নবজাতকের মৃত্যু হয়।
এ ঘটনার পর স্বজনরা উত্তেজিত হয়ে দুই নার্সের ওপর ক্ষিপ্ত হন। এক পর্যায়ে পুলিশে খবরদেয় ক্লিনিকের লোকজন। পরে পুলিশ এসে স্বজনদের শান্ত করেন।