
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে নাহিদ গ্র“প প্রথম বিভাগ সুপার ক্রিকেট লীগের খেলায় শনিবার সুপন্থি ক্রীড়া চক্র ৮১ রানে ঘাঘট ক্রীড়া চক্রকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সুপন্থি ক্রীড়া চক্র ৩৬ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১৩ রান করে। জবাবে ঘাঘট ক্রীড়া চক্রও ২৩.৪ ওভারে সব উইকেটের বিনিময়ে ৩২ রান তোলে। আজ শুক্রবারের খেলায় অংশ নেবে আজ রোববারের খেলায় অংশ নেবে এলটিসি ক্লাব ও সুপন্থি ক্রীড়া চক্র।