গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা কৃষক লীগের এক বর্ধিত সভা মুক্তিযোদ্ধা কমপে¬ক্সের হলরুমে বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সভাপতি হাসান মাহমুদ সিদ্দিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি ফারুক আলম সরকার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত সরকার, কেন্দ্রীয় সদস্য কেএম জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারী দীপক কুমার পাল প্রমুখ। সভায় আগামী জুলাইয়ের মধ্যে কৃষক লীগের জেলা সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।