গাইবান্ধা প্রতিনিধি: এবছর রমজান মাসে গাইবান্ধার সর্বত্র ইফতার সামগ্রীর দাম প্রায় দ্বিগুন বেড়েছে। বিশেষত অস্বাভাবিকহারে ছোলা, বুনদা ও মুড়ির দাম বেড়েছে। ফলে ক্রেতারা ইফতার সামগ্রী কিনতে গিয়ে হতভম্ব হয়ে পড়ছেন। সোমবার সন্ধ্যায় গাইবান্ধা শহরের কয়েকটি ইফতার সামগ্রী বিক্রির দোকান ঘুরে দেখা গেছে, ক্রেতাদের উপচেপড়া ভীড়। কিন্তু দাম অনেক বেশি। দাম বেশি হওয়ার কারণে এবছর জেলা শহরে ইফতার বিক্রির দোকানও অনেক কম।
বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় এবছর সাধারণ ইফতার সামগ্রীর দাম প্রায় দ্বিগুন বেড়েছে। প্রতিকেজি সিদ্ধ ছোলা ৬০ থেকে ১০০ টাকা, প্রতিকেজি বুনদা ৭০ থেকে ১০০ টাকা, প্রতিকেজি মুড়ি ৪৫ থেকে ৯০ টাকা, প্রতিকেজি চিনির জিলাটি ৫০ থেকে ১০০ টাকা, প্রতিকেজি ময়দার তৈরি ঝুড়ি (চানাচুরের মত) ৫৫ থেকে ১০০ টাকা, প্রতিকেজি খেজুর ১৫০ থেকে ২৫০ টাকা, প্রতিকেজি চিনি ৫৬ থেকে ৮০ টাকা, প্রতিহালি কলা ১৫ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পিয়াজু, বেগুনি, চপ, চিংড়ি মাছের চপ প্রতিপিস এক থেকে তিন টাকা বেড়েছে।
এব্যাপারে জেলা মার্কেটিং কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, কাঁচামালের দাম বাড়ার কারণে এসবের দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা তাকে জানিয়েছেন। তদারকি প্রসঙ্গে তিনি বলেন, চলতি রমজানে ভেজাল খাদ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিদিন বাজার তদারকি করা হচ্ছে। তারপরও কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।