গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা ফুলছড়ি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে ১৮ মে বৃহস্পতিবার প্রেসক্লাব কক্ষে মোঃ শফিউল আলম খোকনের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় দেশব্যাপী সংবাদ কর্মীদের উপর অন্যায় ভাবে প্রতিনিয়ত হুমকি, মারপিট, জুলুম-নির্যাতন বন্ধ সহ বিভিন্ন দাবিগুলো নিয়ে বক্তাগন তাদের বক্তব্য প্রদান করে সরকারের সু-দৃষ্টি কামনা করেন।সভায় সকলের সম্মতিক্রমে মেয়াদ পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করা হয়।
নব-গঠিত কমিটিতে যায়যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আতিকুর রহমানকে সভাপতি ও বাংলা বুক প্রতিকার প্রতিনিধি মোঃ শফিউল আলম খোকনকে সাধারন সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ জয়নুল আবেদীন (দৈনিক ইত্তেফাক), যুগ্ন-সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ফিলিপস্ (সাঘাটা নিউজ বিডি ডট কম) , সাংগঠনিক সম্পাদক- বিজয় কুমার ( সাঘাটা নিউজ বিডি ডট কম), কোষাধ্যক্ষ- মোঃ অাশরাফুল ইসলাম টিটু (দৈনিক সংগ্রাম), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক- মোঃ মকবুল হোসেন (ফটো সাংবাদিক), দপ্তর সম্পাদক- মোঃ মনোয়ার হোসেন (তথ্য জানালা), সদস্যরা হলেন ভবতোষ রায় মনা (দৈনিক সমকাল ও দীপ্ত টিভি) মোঃ শফিউদ্দৌলা অাকন্দ (দৈনিক দিনকাল), মোঃ রাকিবুল ইসলাম ( দৈনিক রংপুর চিত্র) ও মোঃ জাহিদুল ইসলাম (দৈনিক সাতমাথা)।