খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার “পলাশবাড়ী এসোসিয়েশন”-এর ঘরোয়া মিটিং ঢাকাস্থ শনিবার অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী এসোসিয়েশনের সভায় সভাপতি বাপ্পী চৌধুরীর, সাধারণ সম্পাদক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মুকিত, নতুন প্রজন্মের তরুণ ছাত্রনেতা আবদুল্লাহ কাফি, ছাত্রনেতা সিউল, ইঞ্জিনিয়ার নঈম, ঢা.বি. তরুন প্রজন্মের উদ্যমী ছাত্র শামীম, ছাত্রনেতা রবিউল, তামান্নাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।