খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ও তার পরিবারের সদস্যদের প্রথমে বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ উপজেলার সীমানা চাপড়িগঞ্জ পৌছামাত্র উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান-এর নেতৃত্বে তাদের অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) রাফিউল আলম ও থানা অফিসার ইনচার্জ মুজিবুর রহমান পিপিএমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ও তার পরিবারের সদস্যদের পলাশবাড়ী উপজেলার সীমানা অভিরামপুর পৌছামাত্র উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে তাদের অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাওছার মোঃ নজরুল ইসলাম লেবু, ভাইস- চেয়ারম্যান আবু তালেব মাস্টার, কোহিনুর আকতার বানু শিফন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, বরিশাল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান মন্ডল, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, পবনাপুর ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল ছোট বাবা, অন্যান্য ইউপি চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।