গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলায় ঘাগোয়া ইউনিয়ন পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৭ এর উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার দুপুরে দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাইবান্ধা সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে খেলার শুভ উদ্বোধন করেন ১০নং ঘাগোয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর জামান রিংকু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, ম্যানেজিং কমিটির সভাপতি তৌহিদুল হাসান স্বপন, আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ঘাগোয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় ১০টি বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা অংশ নেয়। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহন করে উত্তর ঘাগোয়া মধুপুর প্রাথমিক বিদ্যালয় বনাম দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় মধুপুর প্রাথমিক বিদ্যালয় দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে পরাজিত করে।