
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: বাসদ কেন্দ্রীয় নেতা কমরেড রফিকুল ইসলাম রফিক গত শুক্রবার এক বিবৃতিেিত বলেছেন, ক্ষমতায় থাকার জন্য অথবা যাওয়ার জন্য ধর্মকে ব্যবহার করা এবং মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীকে সঙ্গে রাখার যে অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে, তা দেশকে এক ভয়াল অন্ধকারে নিয়ে যাবে।
বাসদ গোবিন্দগঞ্জ শাখা আহবায়ক ও গনতান্ত্রিক বামমোর্চার সমন্বয়ক কমরেড রফিকুল আরও বলেন, পাঠ্য পুস্তুকে সাম্প্রদায়িকরন, পহেলা বৈশাখের ওপর আক্রমন, অপপ্রচার, ভাস্কর্য অপসারন, কওমি মাদ্রাসাকে অন্যায্য মর্যাদা দানসহ উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাছে সরকারের আন্তসমর্পনের প্রতিবাদ জানান।
তৈল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর সম্পদ রক্ষা জাতীয কমিটির উপজেলা সদস্য সচিব ও গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক আরও বলেন, আমরা সরকারের এই আত্বঘাতী খেলা থেকে বের হয়ে আসার দাবি জানাচ্ছি এবং এই অশুভ তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে থোলার জন্য সব দেশ প্রেমিক, গনতান্ত্রিক অসাম্প্রদায়িক ব্যক্তি ও গোষ্ঠীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।