
মৌসুমের প্রথম পেশাদার ফুটবল টুর্নামেন্ট ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে তারা।
বিজয়ী দলের হয়ে দ্বিতীয়ার্ধের ৭৭তম মিনিটে জয় সুচক একমাত্র গোলটি আদায় করেছেন গাম্বিয়ান বদলী খেলোয়াড় সলমন কিং। রাফায়েল উদুবিনের কাট ব্যাক থেকে বল পেয়ে গোলটি আদায় করেন তিনি।
এর আগে ম্যাচের ২৪ ও ২৯ মিনিটে গোল করার দু’টি দারুণ সুযোগ নষ্ট করে শেখ জামালের নাইজেরিয়ান স্ট্রাইকার রাফায়েল উদুবিন। ২৪ মিনিটে রক্ষণভাগ থেকে আসা ক্রসের বল ডি বক্সের বাইরে থেকে ক্ষীপ্রতার সঙ্গে নিয়ন্ত্রণে নিয়ে ডান প্রান্তদিয়ে তিনি যখন মোহামেডানের ডিবক্সে ঢুকে পড়েন তখন গোলরক্ষক মামুন খান একাই গোল পোস্টে দাঁড়িয়ে ছিলেন। ওয়ান টু ওয়ান পজিশনে থেকেও তার নেয়া আলতো শটের বলটি জালে জড়াতে ব্যর্থ হন রাফায়েল। মামুন বলটি ফিস্ট করে দেন।
২৯তম মিনিটে ফের গাম্বিয়ান স্ট্রাইকার মমদু বাউর বানিয়ে দেয়া বল ফাকায় পেয়ে যান রাফায়েল। এবারওতার নেয়া চলন্ত বলের শটটি ফিরিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক মামুন খান।
ম্যাচের ৪০ তম মিনিটে লিংকনের ক্রসের বল ডি বক্সে পেয়ে যান মোহামেডানের নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলে চিগোজি। কিন্তু সময় মত তিনি বলটি গোলপোস্টে পাঠাতে ব্যর্থ হন। কিছুটা বিলম্বে তিনি বলে শট নিতে গেলে সেটি আটকে দেয় শেখ জামালের রক্ষণভাগের খেলোয়াড়রা। ৪৩ তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে বাঁ প্রান্তদিয়ে বল নিয়ে শেখ জামালের গাম্বিয়ান স্ট্রাইকার মমদু ডি বক্সে ঢুকে গেলেও গোল বক্সের খুব কাছে গিয়ে তার নেয়া স্লাইড শটটি বাঁক নিয়ে গোলপোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়।
দ্বিতীয়ার্ধে ৫৯তম মিনিটে জামালের মিডফিল্ডার মানিকের নেয়া ক্রসে ডি বক্সের ভেতর রাফায়েল হেড নেয়ার মুহূর্তে বল লুফে নেন মোহামেডানের গোলরক্ষক মামুন।সূত্র- বাসস