খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে কেয়ার বাংলাদেশের যাত্রা প্রজেক্টের সহযোগিতায় সোস্যাল অডিটের মাধ্যমে মহদীপুর ইউনিয়নে এলজিএসপি-২ বাস্তবায়িত প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকন্সট্রাকশন এন্ড ডেভেলমেন্ট (বিশ্ব ব্যাংক)-এর অর্থায়নে ও কেয়ার বাংলাদেশ যাত্রা প্রকল্পের আয়োজনে লোকাল গর্ভমেন্ট সাপোর্ট প্রজেক্ট-২ (এলজিএসপি-২)-এর ২০১৫-২০১৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তির টাকায় উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামে আঃ জোব্বারের বাড়ীর উঠানে অনুষ্ঠিত হয়। ঠুটিয়াপাকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শিক্ষা উপকরণের উপর সামাজিক লোকদের দ্বারা ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের মাধ্যমে ২৩ ও ২৪ মে ২০১৭ সোস্যাল অডিট করা হয়। প্রকল্পে বাস্তবায়িত মাল্টিমিডিয়া শিক্ষা উপকরণের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ টাকা। অত্র ইউপি’র ১নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, সংরক্ষিত মহিলা সদস্য আরজু বেগম, সচিব সুলতান আহম্মেদ, ঠুটিয়াপাকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ বারী বিপ্লব, অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ করিম মন্ডল প্রমুখ। এসময় সিটিজেন ফোরামের সদস্য জেসমিন আক্তার ও কামিম সরকার রিন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সোস্যাল অডিটে সহযোগিতা করেন কেয়ার বাংলাদেশ যাত্রা প্রকল্পের ফ্যাসিলিটর লক্ষ্মী রাণী ও হানিফ আলী।