
এবারের কান চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কার স্বর্ণপাম জিতেছে সুইডিশ পরিচালক রুবেন অস্টলুন্ড পরিচালিত শিল্পজগত নিয়ে ব্যঙ্গাত্মক ‘দ্য স্কয়ার’ ছবিটি।
রোববার কান উৎসবের মূলকেন্দ্র পালে দো ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে রুবেনের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
ফ্রেঞ্চ রিভিয়েরায় অনুষ্ঠিত ৭০তম এই উৎসবে সম্মানিত পাম দ’র পুরস্কারের জন্য ১৯টি চলচ্চিত্র প্রতিযোগিতা করে।
পরিচালক রুবেন অস্টলুন্ডের হাতে স্বর্ণপাম তুলে দেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ ও প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সভাপতি স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার।
একনজরে কান চলচ্চিত্র পুরস্কার ২০১৭
পাম দ’র : দ্য স্কয়ার (রুবেন অস্টলুন্ড, সুইডেন)
গ্র্যাঁ প্রিঁ : বিপিএম ১২০ বিটস পার মিনিট (রবিন ক্যাম্পিলো, ফ্রান্স)
জুরি প্রাইজ : লাভলেস (আন্দ্রেই জিয়াগিন্তসেভ, রাশিয়া)
সেরা অভিনেতা : জোয়াক্যু ফিনিক্স (ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার, ব্রিটেন)
সেরা অভিনেত্রী : ডায়েন ক্রুজার (ইন দ্য ফেড, জার্মানি)
সেরা পরিচালক : সোফিয়া কপোলা (দ্য বিগাইল্ড)
সেরা চিত্রনাট্যকার (যৌথভাবে) : লিন রামসে (ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার) এবং গ্রিসের ইওর্গস লানতিমস (দ্য কিলিং অব দ্য স্যাক্রেড ডিয়ার)
ক্যামেরা দ’র : লিওনর সেরাইল (ইয়াং ওম্যান, ফ্রান্স)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : অ্যা জেন্টেল নাইট (কিয়াই ইউ ইয়াং, চীন)
৭০তম বার্ষিকী পুরস্কার: নিকোল কিডম্যান।সূত্র- বাসস