বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেছেন,ওয়ান স্টপ সার্ভিস পুরোপুরি চালু হলে বাংলাদেশে সেবা প্রদানের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ঘটবে এবং জনগণ এর সুফল ভোগ পাবে।
সোমবার বিডার বোর্ডরুমে ওয়ান স্টপ সার্ভিস সচিবালয় উইংয়ের কার্যক্রম সংক্রান্ত এক সভায় তিনি এসব কথা বলেন।
বিডা চেয়ারম্যান বলেন, ওয়ান স্টপ সার্ভিসে কর্মরত বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যাতে পদ মর্যাদায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের পরের পদক্রমের (দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার) হন, সেটি বিবেচনায় এনে পদায়ন করতে হবে;কেননা তাঁরা ওয়ান স্টপ সার্ভিসে প্রতিষ্ঠান প্রধানের ক্ষমতা ভোগ করবেন বা অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন।
তিনি জানান, এ সংক্রান্ত খসড়া আইনে বিভাগীয় তথা আঞ্চলিক পর্যায়েও যাতে ওয়ান স্টপ সার্ভিস দেয়া যায়,তাঁর ব্যবস্থা রাখা হয়েছে।
সভায় ওয়ান স্টপ সার্ভিসের ওপর প্রণীতব্য খসড়া আইন উপস্থাপন করেন বিডার পরিচালক (নিবন্ধন ও সহায়তা: স্থানীয় শিল্প) তৌহিদুর রহমান খান।ওয়ান স্টপ এ্যাক্টের আওতায় বিধিমালা তৈরির জন্য সভায় সেবা প্রদানকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।
সভায় বিডার নির্বাহী সদস্য মোহাম্মদ আলতাফ হোসেন, নাভাস চন্দ্র মন্ডল, সচিব অজিত কুমার পাল, পরিচালক সাবিনা ইয়াসমিন ও চৌধুরী মোঃ হামিদ আল মাহবুবসহ ওয়ান স্টপ সার্ভিস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সূত্র- বাসস