গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ দৈনিক যায়যায়দিন দৈনিক ভোরের দর্পন পত্রিকার প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক এবিএস লিটন এর কন্যা আরবিন সিদ্দিকা নিরা সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে পাশ করেছে। গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে ২০১১ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে এবং ২০১৪ সালে সাধারণ গ্রেডে জুনিয়র বৃত্তি লাভ করেছিল। আরবিন সিদ্দিকা নিরা তার এই ফলাফলে অত্যন্ত আনন্দিত। সে তার ফলাফলের জন্য পিতা-মাতা ও তার শিক্ষকদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে সে একজন ভাল ডাক্তার হতে চায়। সে সকলের নিকট দোয়া প্রার্থী।