খবরবাড়ি ডেস্কঃ এসএসসি পরীক্ষায় সাফল্যে শতভাগ অধিকারী শিক্ষা প্রতিষ্ঠান গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার শিশুকানন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল। উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক রুহুল আমিন জানান, শিশুকানন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের ৫৬ জন পরীক্ষার্থী ২০১৭ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পটুয়া মেহেদীবাগ উচ্চ বিদ্যালয়ে অংশগ্রহণ করেন। পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ- এ প্লাস পেয়েছে ৪১ জন এবং জিপিএ- এ পেয়েছে ১৫ জন পরীক্ষার্থী। এ শিক্ষা প্রতিষ্ঠানটির পাশের হার শতভাগ। বিদ্যালয়ের সফলতার বিষয়ে অধ্যক্ষ হাসান আজিজুর রহমান জানান, অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ফলাফল বরাবরই যেন আরো ভালো হয়। তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই আমার প্রচেষ্টা সফল হবে। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ভাল ফলাফলের ব্যাপারে ছাত্র-ছাত্রীদের অভিমত জানতে চাইলে তারা জানান, পরিচালকের সঠিক দিক-নির্দেশনা, শিক্ষকদের কঠোর পরিশ্রম, ছাত্র-ছাত্রীদের কঠোর নিয়মানুবর্তিতাসহ অভিভাবকদের নজরদারির ফলেই আমাদের এ ফলাফল আনা সম্ভব হয়েছে।