গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাতদিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি’র নামে পত্রিকায় মিথ্যা বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করার প্রতিবাদে গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের আয়োজনে সাংবাদিক ও পেশাজীবিদের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলা গেটে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ মোবরক আলী, গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুকিতুর রহমান রাফি, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম রিপন, উপাধ্যক্ষ বশির আহাম্মেদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু স্বপন কুমার রায়, কাউন্সিলর সাহারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আনারুল ইসলাম আন্টু।
গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রধান তুহিন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, আওয়ামী মহিলা যুবলীগ যুগ্ম আহবায়ক শামছুন্নাহার, যুবলীগ নেত্রী শাকিলা বেগম, উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা মেম্বার এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মজিদুল ইসলাম পুতুল, যুব সংগঠক তারিক রিফাত,গোবিন্দগঞ্জ নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মজনু সেখ, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আবু দাউদ বিএসসি, সাংগঠনিক সম্পাদক উজ্জল হক প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হামিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক তৌকির হাসান রচি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক জাওয়াদ প্রধান প্রমুখ। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা সম্প্রতি এমপি’র নামে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী জানান।