ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশে বুধবার কয়লা খনিতে এক বিস্ফোরণে অন্তত ৩৫ শ্রমিক মারা গেছে। সমবায়, শ্রম ও সমাজ কল্যাণমন্ত্রী আলি রাবিঈ’র বরাত দিয়ে বার্তা সংস্থা তাসনিম বৃহস্পতিবার একথা জানিয়েছে।
আজাদশাহর নগরীর কাছে জেমেস্তান ইউর্ত খনির কাছে স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। খবর সিনহুয়া’র।
প্রতিবেদনে বলা হয়, এই দুর্ঘটনায় প্রায় ৫০ শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে ৩০ জনের বেশি শ্রমিককে আশপাশের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
শ্রমিকদের শিফট পরিবর্তনের সময় একটি শক্তিশালী বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।সূত্র- বাসস