সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ ইন্টারনেটের শক্তিতেই গড়তে হবে আগামীর দেশ। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে সকলকেই ইন্টারনেটের ব্যবহার জানতে হবে। উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপি অনুষ্ঠিত জাতীয় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. গোলাম কিবরিয়া। তিনি আরোও বলেন, সাড়া বিশ্বের কাছে নিজেদের পরিচিতি তুলে ধরতে এবং বিশ্বকে জানতে হলে ইন্টারনেটের ব্যবহার জানতে হবে এবং ইন্টারনেট ব্যবহার করতে হবে। সে কারণে শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে ইন্টারনেট ব্যবহার করতে উদ্বুদ্ধ করেন তিনি তার স্বাগত বক্তব্যে। বৃহস্পতিবার আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে ইউএনও’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেজিয়া বেগম। এসময় আরোও বক্তৃতা দেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর, মাধ্যমিক শিক্ষা অফিসার মুঃ মাহমুদ হোসেন মন্ডল, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুন্দরগঞ্জ শাখা ব্যবস্থাপক এ.এইচ.এম রাশেদুল ইসলাম, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আকন্দ ও আঃ মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদুজ্জামান প্রমূখ। আলোচনার পূর্বে উপস্থিত সকলে মেলায় অংশ গ্রহন করা ষ্টলগুলো ঘুরে-ফিরে দেখেন।