ক’দিন আগেই হরিয়ানায় জমি-বির্তকে রবার্ট বঢরার পাশাপাশি প্রিয়ঙ্কার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। যার জবাবে প্রিয়ঙ্কার দাবি, উত্তরাধিকার সূত্রে পাওয়া টাকা থেকেই তিনি জমি কিনেছিলেন। এর সঙ্গে তাঁর স্বামীর কোনও সম্পর্ক নেই। কংগ্রেস নেতৃত্ব মনে করছেন, বিভিন্ন সরকারি সংস্থাকে বিরোধী দলগুলির পিছনে লাগিয়ে দিয়ে রাজনৈতিক অভিসন্ধিরই পরিচয় দিচ্ছে বিজেপি। দলের একটি সূত্রের মতে, পরের লোকসভা নির্বাচনে রাজনীতির ময়দানে নামতেও পারেন প্রিয়ঙ্কা। সেটি মাথায় রেখেই বিজেপি তাঁকেও বারবার টেনে আনছে কোনও না কোনও বিতর্কে। সে কারণেই হরিয়ানায় ঢীংগরা কমিশনের রিপোর্ট প্রকাশ্যে না এলেও সেটি সুকৌশলে ফাঁস করা হয়েছে। আয়কর নোটিসেও তাঁর নাম সামিল করা হয়েছে।
বিজেপি অবশ্য বলছে, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক অভিসন্ধি নিয়ে কোনও কাজ করছে না। ন্যাশনাল হেরাল্ড মামলায় স্পষ্ট দেখা যাচ্ছে, সনিয়া-রাহুল ও প্রিয়ঙ্কা রতনদীপ ও জনহিত নিধি ট্রাস্টের প্রায় ৭৪ হাজার শেয়ার কিনেছেন। তারই সূত্রে আয়কর দফতর যদি কোনও নোটিস পাঠায়, তবে তার মধ্যে রাজনীতিটা কোথায়? মামলা চলছে আদালতে, কংগ্রেস আত্মপক্ষ সমর্থনে বক্তব্য রখতে পারে।সূত্র- আনন্দবাজার