বাংলাদেশে শুল্ক গোয়েন্দা বিভাগ ‘ডার্টি মানি” বা অসদুপায়ে অর্জিত টাকার অনুসন্ধানের অংশ হিসেবে আজ সকাল থেকে আপন জুয়েলার্সের পাঁচটি শাখায় তাদের অভিযান চালাচ্ছে।
ঢাকার গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারে পাঁচটি স্বর্ণের দোকানে অভিযান পরিচালনা করছে শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা দপ্তরের যুগ্ম কমিশনার শাফিউর রহমান বিবিসিকে জানিয়েছেন, তারা আপন জুয়েলার্সের নথিপত্রের সাথে তাদের দোকানে স্বর্ণের পরিমাণ মিলিয়ে দেখবেন।
গুলশানের সুবাস্তু টাওয়ারে জুয়েলার্সটির শাখা বন্ধ থাকায় সেটি সিলগালা করে দেয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
শুল্ক গোয়েন্দা বিভাগ এক বিবৃতিতে জানায়, বনানীতে সাম্প্রতিক ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার ছেলে শাফাত আহমেদের ‘অসদুপায়ে অর্জিত টাকা’র তথ্য গণমাধ্যমে প্রকাশের পর শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। আজকের অভিযানে স্বর্ণ ও ডায়মন্ডের বৈধ উৎস ও পরিশোধেযোগ্য শুল্ক-করাদি সম্পর্কে খোঁজখবর নেবে শুল্ক গোয়েন্দারা।
এখানে উল্লেখ্য গত পাঁচ বছরে দেশে কোনো বৈধ বাণিজ্যিক আমদানি না থাকায় প্রাথমিকভাবে আপন জুয়েলার্সের স্বর্ণ ও ডায়মন্ডের ব্যবসায় ‘অস্বচ্ছতা’ দেখছে শুল্ক গোয়েন্দা বিভাগ।অন্যদিকে বনানীর রেইন ট্রি আবাসিক হেটেলে শুল্ক গোয়েন্দাদের দল অভিযান চালাচ্ছে, একটি কক্ষে ১০ বোতল মদ পেয়েছে তারা। প্রতিটি কক্ষ তল্লাশি চালাচ্ছে কর্মকর্তারা। অভিযান এখনো অব্যাহত আছে। সূত্র- বিবিসি